এনপিপি চেয়ারম্যান ড. ফরহাদের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৮:২৩

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের গ্রামের বাড়িতে হামলা করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নড়াইলের লোহাগড়ায় অবস্থিত ফরহাদের বাসায় এ হামলা চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি ঢাকা টাইমসকে জানান, ঘটনার সেই মুহূর্তে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। হামলাকারীরা বাসার সামনের ফটক ভেঙে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বাসার কেয়ারটেকার তাদের আটকাতে গেলে তাকেও মারধর করা হয়। ভাঙচুর ও লুটপাটের কিছুক্ষণ পর হামলাকারীরা চলে যায় বলে জানান এ রাজনীতিবিদ।

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট। শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে ইতোমধ্যে সমর্থন জানিয়েছে এ জোট।

এদিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।

বিকালে এক বিবৃতিতে তিনি বলেন, হামলা-মামলা, মানুষ মেরে গদি রক্ষা করা যাবে না। অবিলম্বে জনতা ও ছাত্রদের দাবি মেনে নিন। অন্যথায় ভবিষ্যতে যেসব ঘটনা ঘটবে তার সম্পূর্ণ দায় ক্ষমতাসীন সরকারকেই বহন করতে হবে।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :