এনপিপি চেয়ারম্যান ড. ফরহাদের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৮:২৩
অ- অ+

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের গ্রামের বাড়িতে হামলা করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নড়াইলের লোহাগড়ায় অবস্থিত ফরহাদের বাসায় এ হামলা চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি ঢাকা টাইমসকে জানান, ঘটনার সেই মুহূর্তে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। হামলাকারীরা বাসার সামনের ফটক ভেঙে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বাসার কেয়ারটেকার তাদের আটকাতে গেলে তাকেও মারধর করা হয়। ভাঙচুর ও লুটপাটের কিছুক্ষণ পর হামলাকারীরা চলে যায় বলে জানান এ রাজনীতিবিদ।

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট। শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে ইতোমধ্যে সমর্থন জানিয়েছে এ জোট।

এদিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।

বিকালে এক বিবৃতিতে তিনি বলেন, হামলা-মামলা, মানুষ মেরে গদি রক্ষা করা যাবে না। অবিলম্বে জনতা ও ছাত্রদের দাবি মেনে নিন। অন্যথায় ভবিষ্যতে যেসব ঘটনা ঘটবে তার সম্পূর্ণ দায় ক্ষমতাসীন সরকারকেই বহন করতে হবে।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/জেবি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা
নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, জনদুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা