ঝিনাইদহে শহর পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষক-শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১৮:২৫| আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৯:২৪
অ- অ+

ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষকরা।

বুধবার সকালে শহরের পায়রা চত্বর, প্রেরণা একাত্তর চত্বর, হামদহ, আরাপপুরসহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার ও গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাদেরকে।

এ কর্মসূচিতে অংশ নিয়েছেন আন্দোলনকারী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আলোর দিশারী স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কয়েকশ সদস্য।

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোঁটা পরিষ্কারসহ নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক সাইফুল আরেফিন বলেন, সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ময়লার স্তূপে রাখা হয়। এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

(ঢাকা টাইমস/০৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা