কুমিল্লায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ০৯:৩৪
অ- অ+

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংও করছেন শিক্ষার্থীরা। বুধবার পরিছন্নতা অভিযানের পর কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।

নগরীর টমছমব্রিজ ও রানীর বাজারে কাচা বাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা খতিয়ে দেখেন শিক্ষার্থীদের একটি দল। দোকানে পণ্যের তালিকা করে সে অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কি না সে বিষয়ে খোঁজ নেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বাজারে সকল বিক্রেতাদের সাহস দিয়ে আসেন যে, তারা যেন কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন এবং নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।

টমছমব্রিজ বাজার পরিদর্শন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছে বিক্রেতারা। এছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি- সব কিছুর যাতে অবসান ঘটে সেই লক্ষ্যে কাজ করে যাবেন তারা।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা