মেহেরপুরে যুবককে গলাকেটে হত্যা

মেহেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৪, ১৩:৫৬| আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৪:১৬
অ- অ+

মেহেরপুরের মুজিবনগরে আলম হোসেন (৩৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোর রাতে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত আলম হোসেনের বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা কক্ষে ঢুকে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা মাদক বেচাকেনা বা অর্থনৈতিক লেনদেনের কারণে এমন হত্যার ঘটনা ঘটতে পারে।

বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, আলম হোসেন মাদক ব্যবসাসহ বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। এলাকাবাসী ও আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন আলম হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ কাজ করছে। নিহতের নামে দুটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করা হতে পারে।

(ঢাকা টাইমস/১০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা