চট্টগ্রামে বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫টি গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে- সাব মেশিনগান (এসএমজি), চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাসগান।
বুধবার র্যাবের চট্টগ্রাম জোন কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এখনো কাজ চলছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম নগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর বিজয় উল্লাসের মধ্যে দুর্বৃত্তরা চট্টগ্রাম নগরীর ১২টি থানায় আগুন দেয়। এসময় থানায় থাকা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুটপাট হয়।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/টিটি/ইএস)