ডিএমপির ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৪, ১৯:১০
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই আদেশে তাদের বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে- ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর), ডিএমপির উপ-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার (দক্ষিণ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার আমিনুল ইসলামকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল হককে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহল কবীর খানকে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়।

অপর এক আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার ফারুক আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ভারাপ্রাপ্ত) (সদরদপ্তর ও প্রশাসন বিভাগ) মো. আসফিকুজ্জামান আকতারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সিটি সাইবার ক্রাইম ও ইনভেস্টিগেশন বিভাগ, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (বদলির আদেশপ্রাপ্ত) রওনক জাহানকে ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার, ডিএমপির ওয়ারী বিভাগের (ট্রাফিক-বদলির আদেশপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-কমিশনার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা