কলেজছাত্র আকরাম হত্যাকাণ্ড:

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৪, ১৬:১৮| আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬:২৪
অ- অ+
নিহত ছাত্র ওয়াসিম আকরাম

চট্টগ্রামে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদসহ ২৫০ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। ৫ আগস্টের পর এটি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। চট্টগ্রামের এটি দ্বিতীয় মামলা।

রবিবার রাতে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরামের মা জোছনা বেগম বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এছাড়া সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ১৪ জন ওয়ার্ড কাউন্সিলরসহ ১০৮ জনের নাম রয়েছে আসামির তালিকায়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই ওয়াসিম আকরাম ছাত্র-জনতার সমাবেশে অংশ নিতে বারকোড রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ‘ইন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ক্যাডাররা হাতে অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে সমাবেশে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ছোড়া গুলি আকরামের বুকে বিদ্ধ হয়ে মারা যায়।

এদিকে মৃত্যুর পর ওয়াসিম আকরামকে নিজেদের কর্মী বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানানো হয়েছে।

ওই দিন আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে শিক্ষার্থী ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত ও মুরাদপুর এলাকার স্টিল ফার্নিচার দোকানের শ্রমিক মো. ফারুক নিহত হন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
ঢাকা টাইমসে সংবাদ প্রকাশ: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা