মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ভায়না মোড় দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ খান কিজিলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, অন্য কোন দলের নেতাকর্মীকে দলে ভেড়ানো যাবে না। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/পিএস)

মন্তব্য করুন