সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ, তার স্ত্রী ও ভাইসহ ১৯৫ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, ০৩:০৮
অ- অ+

এবার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। তার নিজ নির্বাচনী এলাকা মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে ১৯৫ জনকে আসামি করে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান। মামলায় ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুলকেও আসামি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে এই মামলা দায়ের করা হয়।

বাদী হাসনাত জামান বলেন, ‘আমরা আদালতে এজাহার জমা দিয়েছি। বিচারক মামলাটি আমলে নিয়েছেন।’

বাদীর আইনজীবী মারুফ আহমেদ বিজন জানান, ১৯৫ জনের নামে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা