বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ

ববি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, ১৫:৪৫| আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৬:১৩
অ- অ+

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ভিসি ও প্রক্টরসহ ১৯ শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার মো.মনিরুল ইসলাম।

পদত্যাগকারীরা হলেন— ববি ভিসি ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. আবদুল কাইউম, সহকারী প্রক্টর মো. গাজীউর রহমান, ড. মোহাম্মদ মাহফুজ আলম, মো. ফরহাদ উদ্দীন, শাওন মিত্র, মো. সাইফুল ইসলাম, পম্পা রানী মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান, টিএসসির পরিচালক ড. রহিমা নাসরিন, শারীরিক শিক্ষা অফিস পরিচালক সৈয়দ আশিক-ই-ইলাহী, পরিবহন পুলের ম্যানেজার মো. মিজানুর রহমান, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, মোহাম্মদ সাকিবুল হাসান, বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক মো. কবির হাসান।

রেজিস্ট্রার জানান, তারা সবাই ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন।

এদিকে তাদের পদত্যাগের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই বিক্ষোভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বেলা ১১টায় শিক্ষার্থীরা দুই পক্ষে বিভক্ত হয়ে এই বিক্ষোভ করেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার থেকে ভিসি হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। তার নিয়োগের পরেই পদত্যাগকারীরা বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত হন।

(ঢাকা টাইমস/২০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় নিহত ২ শতাধিক সাংবাদিক, জাতিসংঘের সতর্কতা
শাপলা চত্বরে ‘গণহত্যা’র জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলার দাবি মাহমুদুর রহমানের
দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী মারা গেছেন
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা