সীমান্তের পাশাপাশি সংখ্যালঘুর নিরাপত্তায় কাজ করছে বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, ২০:০০| আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২০:২০
অ- অ+

রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি সংখ্যালঘুর ওপর যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য এলাকার মানুষকে সচেতন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী থানার কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে সেজন্য বিজিবি ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার দুপুর ১২টায় লালমনিরহাটের হাতীবান্ধা থানা প্রাঙ্গণে ৬১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রংপুর রিজিয়ন কমান্ডার।

ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান জানান, হাতীবান্ধা হাইওয়ে থানা গত ৬ আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায়। থানার অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ৬১ বিজিবি ব্যাটালিয়নে জমা রাখা হয়। গত ১৩ আগস্ট সেসব অস্ত্র-গোলাবারুদ এবং যানবাহন থানায় ফেরত দেওয়া হয়। এই থানার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য সব সদস্যকে আশ্বস্ত করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলার অবনতি এবং দুর্বৃত্তদের সরকারি স্থাপনা, থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালায়। এ বিশেষ পরিস্থিতি মোকাবিলা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও নজরদারিতে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন কাজ করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কনেল মামুনুর রশীদ, ৬১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, হাতীবান্ধা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাসানুজ্জামান চৌধুরী।

(ঢাকাটাইমস/২০আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা