যুবদল নেতা হত্যা মামলা: সোহায়েল ও আহমদ ৪ দিনের রিমান্ডে

পল্টন থানায় দায়েরকৃত যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় নৌবাহিনী থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামিদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান। শুনানির শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে সোহায়েলকে ঢাকার বনানী থেকে এবং আহমদ হোসেনকে রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহায়েল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর মোহাম্মদ সোহায়েল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন।
আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এমআর)

মন্তব্য করুন