ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মাগুরায় ছাত্রদল-যুবদলের শোকমিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে শোকমিছিল করেছে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল।
বুধবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেটের সামনে থেকে ছাত্রদল একটি শোকমিছিলটি বের করে। মিছিলটি শহরের চৌরাঙ্গী মোড় ও ঢাকা রোড হয়ে ভায়না বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
মাগুরা জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে শোকমিছিলে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পরপরই শহরের ভায়না মোড় এলাকা থেকে জেলা যুবদল একটি মিছিল বের করে। মিছিলটি শহরের সেগুন বাগিচায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, ১৫ বছরের অসংখ্য গুম খুন, বিএনপিসহ বিরোধীদলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে নৃশংস গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
(ঢাকাটাইমস/২১আগস্ট/পিএস)

মন্তব্য করুন