বগুড়ায় ‘আওয়ামী দালাল’দের অবাঞ্ছিত ঘোষণা পেশাজীবী সাংবাদিকদের

সাংবাদিকতার নামে আওয়ামী লীগ সরকারের যারা দালালিতে লিপ্ত ছিলেন, তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন’। বগুড়া প্রেসক্লাব থেকে দ্রুত সময়ের মধ্যে তাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন মূলধারার সাংবাদিকরা।
শনিবার দুপুর ১২টায় বগুড়া প্রসক্লাব চত্বরে ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন’ বগুড়া শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
বগুড়া প্রেসক্লাব নির্মাণের নামে সাবেক সভাপতি মাহমুদুল আলম নয়ন এবং সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিযোগ করে সাংবাদিকরা বলেন, তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন মুখচেনা আরও কিছু আওয়ামী লীগের ‘প্রকাশ্য দালাল সাংবাদিক’। তারা বিনা ভোটে দীর্ঘদিন জোর করে প্রেসক্লাবের পদ দখল করে ছিলেন।
সাংবাদিকরা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী সরকারের দালালদের বের করে দিয়ে বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করেন পেশাদার সাংবাদিকরা। সেই কমিটির তদন্তে বেরিয়ে আসছে আর্থিক দুর্নীতির নানা তথ্য।
সারা দেশে ‘আওয়ামী দালালরা’ পলাতক হলেও খোদ বগুড়ার মতো জায়গায় তারা এখনো নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছেন বলে অভিযোগ করা হয় বিক্ষোভ সমাবেশে। জেলা বিএনপির সভাপতি তাদের প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
‘বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন’ বগুড়া শাখার প্রধান সমন্বয়ক প্রতীক ওমরের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সমন্বয়ক আব্দুল ওয়াদুদ।
বিক্ষোভে সংগঠনের দাবির সঙ্গে সহমত পোষণ করে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাভিশনের বগুড়া ব্যুরো প্রধান আব্দুর রহিম বগরা এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
বিক্ষোভে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন’ বগুড়া শাখার সমন্বয়ক নিউনেশনের উত্তরাঞ্চল প্রধান তানভীর আলম রিমন, দৈনিক আমার সুন্দর দেশের প্রকাশক হারুন উর রশীদ তালুকদার, সুমন সরদার, সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান লিটন, দৈনিক যায়যায়দিনের ইমরান হোসাইন লিখন প্রমুখ।
মানববন্ধন শেষে সাংবাদিকরা প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের দাবিগুলো তুলে ধরে। প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচার এবং সদস্য সচিব সবুর শাহ লোটাস এ সময় সেখানে ছিলেন।
(ঢাকাটাইমস/২৫আগস্ট/মোআ)

মন্তব্য করুন