সাতক্ষীরা সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদকসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ১৪:৫০
অ- অ+

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদকসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

এর আগে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনগত রাতে তা‌কে আটক করা হয়।

আটক মো. ইমন (২৩) কলা‌রোয়ার রাজপুর গ্রা‌মের মো. আব্দুস সালামের ছে‌লে।

সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া সীমান্তের রাজপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক মাদকের মূল্য ১২ কোটি টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত আসামি ইমনের বিরুদ্ধে কলারোয়া থানায় আরো দুইটি মামলা রয়েছে। এ বিষয়ে আটক আসামির বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা