ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা: বিইউবিটি শিক্ষকসহ আসামি ৫০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) একজন শিক্ষকসহ চারজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। রবিবার শাহবাগ থানায় এই মামলা করেন ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শাহাবুদ্দিন শাহীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে নাম থাকা আসামিরা হলেন বিইউবিটির শিক্ষক শাহরিয়ার অর্ণব, একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী পলজয়, সহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন।
এর আগে শনিবার (৩১ আগস্ট) রাতে ঢামেক হাসপাতালে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। রবিবার সকাল থেকেই নিরাপত্তাহীনতায় ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। এ ঘটনায় হামলাকারীদের আটক ও শাস্তি নিশ্চিত এবং সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েক দফা দাবি জানানো হয়।
এদিকে দাবি পূরণ না হওয়ায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সব চিকিৎসাকেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি উঠিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/কেএম)

মন্তব্য করুন