হাজী সেলিমকে ১০ দিনের রিমান্ডে চাইবে পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ১৮ জুলাই রাজধানীর লালবাগে একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র দেওয়া তথ্যমতে, জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে রবিবার রাতে বংশাল থেকে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগে গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করে লালবাগ থানায় মামলাটি করেন খালিদের বাবা কামরুল হাসান (৪৮)।
(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন