৫ দিনের রিমান্ডে হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৯| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৯
অ- অ+

রাজধানীর লালবাগ থানায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় হাজী সেলিমকে।

এদিন তাকে আদালতে হাজীর করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক আক্তারুজ্জামান তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকি।

এর আগে রবিবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা