৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ দিন আদালতে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন>> সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন আটক
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে আবদুল্লাহ আল মামুনকে রাজধানী থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপি জানায়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। রাতে তাকে হেফাজতে নেয় পুলিশ। চৌধুরী মামুন পতিত শেখ হাসিনা সরকারের অতি আস্থাভাজন কর্মকর্তা ছিলেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তাকে আইজিপি হিসেবে নিযুক্ত করা হয়। পরে দুই দফায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর ৭ আগস্ট তাকে অবসরে পাঠানো হয়।
(ঢাকাটাটইমস/০৪সেপ্টেম্বর/এফএ)

মন্তব্য করুন