খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। অজ্ঞাতনামা ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর।
শুক্রবার ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী বাইজিদ বলেন, “খিলগাঁও রেলগেট দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন তিনি। তখন একটি ট্রেন রেলগেট এলাকা পার হচ্ছিল। এসময় রিকশাটিতে ট্রেনের ধাক্কা লাগলে নারীটি পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।” (ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন