বন্যার্তদের কুবি উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ১০ লাখ টাকার উপহার 

কুবি সংবাদদাতা, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৬
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উত্তরবঙ্গ ছাত্র পরিষদ বন্যার্তদের জন্য প্রায় ১০ লাখ টাকার রান্নার সামগ্রী, শুকনো খাবার, পানি, ওষুধ এবং বিভিন্ন বয়সী মানুষের কাপড়, রান্না করা খাবার উপহার হিসেবে বিতরণ করেছে।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণপাড়া, ফুলপুকুরিয়া, তালতলা, মান্দারগাঁও, ডাবুরিয়া, চিলুয়া, নোয়াগাঁও, বাগচতাল, আন্তিরপাড়, দক্ষিণ ঝলম, চিতুশী, সনুয়া বাংলাইশ গ্রামে এসব বিতরণ করা হয়।

উপজেলার ৪ নম্বর উত্তর ঝলম, গ্রাম চনুয়া, প্রতাপপুর, চিকুটিয়া, শাহ শরিফ ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্র, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সিপফুর গ্রাম ব্যারনাইয়া গ্রাম, নাঙ্গলকোট উপজেলার আদ্রা, মোকারা, হাসানপুরে রান্না করা খাবারসহ শুকনো খাবার, ওষুধ, পানি বিতরণ করা হয়।

বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে উত্তরবঙ্গের শিক্ষার্থীরা খুবই আনন্দিত বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন।

সংগঠনটির কার্যক্রম নিয়ে মাহমুদুল হাসান নয়ন বলেন, ‘প্রথম দিকে আমরা সবজি খিচুড়ি, ডিম, ওষুধ দিয়ে শুরু করি। এরপর আমাদের সাথে উত্তরবঙ্গের শিক্ষকরা যুক্ত হলে পরিমাণ আরও বাড়তে থাকে। আমরা ত্রাণ সামগ্রীর জন্য টাকা থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সংগ্রহ করি।’

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে ছাত্ররা প্রায় লাখ টাকার ত্রাণসামগ্রী এবং রংপুরের ছাত্ররা অধিকাংশ ত্রাণসামগ্রী নিয়ে কুবিতে তাদের সঙ্গে একত্র হওয়ায় ত্রাণের পরিমাণ আরও বাড়ে বলে জানান মাহমুদুল হাসান নয়ন।

উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সভাপতি নাঈম আহমেদ বলেন, 'উত্তরবঙ্গ ছাত্র পরিষদের শ্রদ্ধেয় শিক্ষকদের তত্ত্বাবধানে এবারও আমরা কাজ করেছি। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবা প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে সিরাজগঞ্জ রংপুরের শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছেন, সেটা খুবই প্রশংসনীয়। মানবিক সব কাজে আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।'

বৃহত্তর কুমিল্লা অঞ্চলে নজিরবিহীন বন্যায় উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে চার দফায় প্রায় ১০ লাখ টাকার ত্রাণ খাদ্য বিতরণ করা হয়েছে বলে জানান কুবি উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা . মো. মোকাদ্দেস-উল-ইসলাম। বাস মাইক্রোবাস সরবরাহ করে উপহার বিতরণ কাজে নিরবচ্ছিন্ন সহযোগিতা করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিম্বাবুয়ের পর আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
পিএসএলে আজ অভিষেক হচ্ছে নাহিদ রানার?
জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা ফেরত পাঠানোর মিথ্যা গল্প বলা হয়েছে: রাশেদ খাঁন
মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে রাত-দিন চলছে মাটি লুট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা