হত্যা মামলায় তৌফিক-ই-ইলাহীর ৪ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫১| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪
অ- অ+

রাজধানীর বাড্ডায় ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত সুমন সিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সুমন সিকদার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর রেজাউল আলম আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৯ জুলাই অত্র মামলার বাদীর ছেলে মো. সুমন সিকদার (৩১) তার কর্মস্থলের উদ্দেশ্যে বাসা হতে বের হয়। দুপুর ১২ টায় উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। এসময় এজাহার নামীয় আসামীরাসহ আরও অজ্ঞাতনামা কম-বেশী ২৫০ জন আসামিরা উল্লিখিত স্থানে ও আশেপাশে অবস্থান করে ছাত্রজনতার আন্দোলনকে দমন করার লক্ষ্যে অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে গুলি করে। এতে বাদীর ছেলে মো. সুমন সিকদার নিহত হয়। এই মামলায় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ড. তৌফিক- ই-ইলাহী চৌধুরীর (৭৯) সম্পৃক্ত থাকার তথ্য পাওয়ায় তাকে ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

আবেদনে আরও বলা হয়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাইতেছে। এমতবস্থায় মামলা সুষ্ঠু ‍তদন্তের স্বার্থে আসামিকে আরও ব্যপকভাবে জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামিদের ঘটনায় সম্পৃক্ততা ও বর্তমান অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আসামিকে দশ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।’

এর আগে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ডিবির একটি টিম তৌফিক-ই-ইলাহীকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে।

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা