শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে দুই হত্যা মামলা

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৬| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩০
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে দুই ব্যক্তি নিহত হওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে ২টি হত্যা মামলা হয়েছে।

বুধবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা ২টি দায়ের হয়।

দুই মামলার মধ্যে অটোরিকশা চালক সালাম বাবুকে গুলি করে হত্যায় শেখ হাসিনাসহ ৪৬ জনকে আসামি করে মামলা করেছেন বাবা তোফাজ্জল হোসেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ মামলায় বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

পৃথক ঘটনায় রাজধানীর মিরপুরে সেলিম আলী শেখ নামে এক ব্যক্তি নিহত হওয়ার মামলায় শেখ হাসিনাসহ ২৫ জন আসামি করা হয়েছে। মামুন নামে এক ব্যক্তি নিজেকে সচেতন নাগরিক হিসেবে দাবি করে এ মামলা করেন

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

উভয় মামলার আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ এবং পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার।

সালাম হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২২ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে উত্তরার হাউজ বিল্ডিংয়ের সামনে হাজার হাজার ছাত্র জনতার ওপর পুলিশ গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালাম

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে মিরপুর-১০ নম্বরে সেলিম আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা