রাজধানীর যাত্রাবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪৫ বছর।
বুধবার সন্ধ্যায় গণপিটুনির শিকার হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিহাদ বলেন, “আমরা এলাকার লোকের মুখে জানতে পারি, যাত্রাবাড়ী মোড় এলাকায় মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্প এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এফএ)