হেলমেট ব্যবহারকারী বাইকারদের ফুল দিলেন রাজবাড়ীর এসপি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৯
অ- অ+

ট্রাফিক আইন মেনে এবং মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য বাইকারদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজবাড়ীর নবনিযুক্ত পুলিশ সুপার।

‘নিরাপদ ভ্রমণ-নিরাপদ জীবন’ স্লোগানে রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহায়তায় বৃহস্পতিবার সকালে শহরের বড়পুল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোছাম্মৎ শামিমা পারভীন।

কার্যক্রম চলাকালে হেলমেট পরিহিত চালকদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে পুলিশ সুপার শুভেচ্ছা জানান এবং হেলমেটবিহীন চালকদের হেলমেট ক্রয় সাপেক্ষে প্রাথমিক পর্যায়ে সতর্ক করেন।

নবাগত পুলিশ সুপারের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন জেলার মোটরসাইকেল চালকরা। তারা বলেন, ‘পুলিশের এই কার্যক্রম নিঃসন্দেহে ভালো উদ্যোগ। পুলিশের এই উদ্যোগ আগেও ছিল। সেটি শতভাগ বাস্তবায়নের জন্য কঠোর আইন প্রয়োগ প্রয়োজন।’

কার্যক্রম উদ্বোধন শেষে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন সাংবাদিকদের বলেন, ‘সকলের জীবনের নিরাপত্তার জন্য এই কর্মসূচি দিয়েছি। প্রাথমিক পর্যায়ে চালকদের সচেতন করছি, এরপর আইন প্রয়োগ করা হবে।’

এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. সাইদুজ্জামান সাকিবসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা