ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকা থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।
শনিবার ভোররাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদ পেয়ে এ মাছ জব্দ করে।
জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, গোপন খবরে বাংলাবাজার বিজিবি জানতে পারে উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার হবে। এই পরিপ্রেক্ষিতে বাংলাবাজার বিওপির টহলদল আনুমানিক রাত ৩টার দিকে ওই স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করে। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/২১সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন