অবৈধভাবে শ্বশুরবাড়ি যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে তিন যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৩
অ- অ+

সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারতে শ্বশুরবাড়ি চাকরির জন্য যাচ্ছিলেন।

গত রাত (সোমবার দিবাগত) দেড়টার দিকে সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অধীন বৈকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার /৬৩-এস এর ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মন্ডলপাড়া থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের উদয় কান্তি বাহারের ছেলে উৎসব নারায়ণ বাহার (২৭), অরবিন্দু বাহারের ছেলে শুভ বাহার (২৪) একই এলাকার গণেশ চন্দ্র মন্ডলের ছেলে উত্তম মন্ডল (২০)

সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১টি ল্যাপটপ এবং ৪টি মোবাইল ফোন পাওয়া যায়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সূত্রে বিজিবি জানায়, তাদের মধ্যে উৎসব নারায়ণ বাহারের শ্বশুরবাড়ি ভারতের ২৪ পরগণার পাচুরিয়া গ্রামে। বর্তমানে তার স্ত্রী ভারতে অবস্থান করছেন। তারা চাকরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী শুধয় বাসকের (৪৫) মাধ্যমে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন।

সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক তিনজনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা য়েছে।

অপরদিকে, সাতক্ষীরার কলারোয়ার চান্দুড়িয়া সীমান্তে বি‌‌জিবি সদস্যরা পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার রেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুর সদরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
তদন্ত প্রতিবেদন: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ 
বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা গ্রেফতার
মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা