ইলিশের বাজারে ভোক্তার বিশেষ অভিযান, পাঁচ আড়তদারকে জরিমানা

রাজধানীর কারওয়ান বাজারের ইলিশের আড়তে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ইলিশ ক্রয় সংক্রান্ত তথ্য সংরক্ষণ না করা, বিক্রয়ের পাকা ক্যাশ মেমো প্রদান না করা ও অধিক দামে ইলিশ বিক্রির অভিযোগে চালিয়ে ৫ আড়তদারকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ভোরে কারওয়ান বাজার ও যাত্রাবাড়িতে অভিযান চালায় দুটি বিশেষ টিম। কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. মাগফুর রহমান।
অভিযান শেষে জব্বার মন্ডল বলেন, ইলিশ মাছের আড়তে ইলিশ ক্রয় সংক্রান্ত কোন প্রকার তথ্য/ পাকা ক্যাশ মেমো সংরক্ষিত না থাকা, মাছ বিক্রির পাকা ক্যাশ মেমো প্রদান না করা ও পাইকারি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ইলিশ ক্রয় করে খুচরা ২ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি করার অপরাধে ৫ আড়তদারকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে ইলিশ মাছ ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করা এবং প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
একইদিনে যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. শাহ আলম।(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন