ফুলেল শ্রদ্ধায় ডিআরইউ সদস্য অঘোর মন্ডলকে শেষ বিদায়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এটিএন নিউজের বার্তা সম্পাদক (ডিজিটাল এন্ড নিউ মিডিয়া) অঘোর মন্ডল আর নেই।
বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন অঘোর মন্ডল। এই জটিলতার পাশাপাশি গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন। পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হওয়ায় আইসিইউ এবং লাইফ সাপোর্টে ছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে বুধবার রাত ৯টায় ডিআরইউ প্রাঙ্গণে অঘোর মন্ডলকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়। ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর নেতৃত্বে অঘোর মন্ডলের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কার্যনির্বাহী কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম। এছাড়া ডিআরই বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন উপস্থিত ছিলেন। এসময় দীপ্ত টিভির পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় অঘোর মন্ডলকে।
অঘোর মন্ডল এর পরলোকগমনে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অঘোর মন্ডল তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতায় জড়িত। নব্বইয়ের দশকে ভোরের কাগজে ছিলেন। বর্তমানে দেশের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। চ্যানেল আই, দীপ্ত টিভি, এটিএন নিউজে কাজ করছেন দীর্ঘদিন। বর্তমানে এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন অঘোর মন্ডল।
মধ্যরাতে রাজধানীর পোস্তগোলা শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসআইএস)

মন্তব্য করুন