দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেই: আইজিপি

দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ পূজা উদযাপন করছে। এ বছরও নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবে।”
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, “পূজায় জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই। তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। স্টেক হোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।”
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন