ভূমি অফিসে চাকরির আশ্বাসে অর্থ আদায়, প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩
অ- অ+

সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। আটক প্রতারকের মো. আলমগীর হোসেনের নামে রাজধানী ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় মামলা রয়েছে।

ভূমি অফিসের কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৭লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় বুধবার বিকালে কাঁটাবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছে থাকা ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে একটি ভুয়া নিয়োগপত্র, তিন লক্ষ টাকার জমা স্লিপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুইটি ভুয়া আবেদন ফরম জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার মো. ওবায়দুর রহমান এ তথ্য জানান।

ওয়ায়দুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ১৮ লক্ষ টাকায় চুক্তি করে এবং নগদ সাত লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না দিলে নিউমার্কেট থানায় অভিযোগ করেন ভুক্তভোগী যুবক। এ ঘটনায় মামলা রুজু হলে বুধবার বিকালে কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় আলমগীর হোসেনের হেফাজতে থাকা ভূমি মন্ত্রণালয়ের দুইটি ভুয়া নিয়োগপত্র, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে একটি ভুয়া নিয়োগপত্র, তিন লক্ষ টাকার জমা স্লিপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুইটি ভুয়া আবেদন ফরম, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, দশ টাকা মূল্যের দুইটি স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র, ভুয়া ভিজিটিং কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকাসহ একটি মানিব্যাগ জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা, ডিএমপির শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় ৬টি প্রতারণা মামলা রয়েছে।

নিউমার্কেট থানার রুজুকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা