রাজধানীতে সাংবাদিক খোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর চামেলীবাগের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সীমান্ত খোকনের সহকর্মীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে নিজের রুম থেকে খুব একটা বের হতেন না তিনি। এদিন দুপুর থেকে দরজা বন্ধ ছিলো। চাবি দিয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।
পল্টন থানার ওসি নাসিরুল আমীন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন সীমান্ত খোকন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তার স্ত্রী, দুই ছেলে ও একমাত্র মেয়ে রয়েছে।
(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এলএম)

মন্তব্য করুন