রাজধানীর এ্যাজাক্স ক্লাবে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, উচ্ছেদের দাবি ভুক্তভোগী ও এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ২২:৫০
অ- অ+

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ৯৯ নম্বর বাড়িতে দীর্ঘদিন ধরে জোরপূর্বক মাদক, জুয়া ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ক্লাবটি উচ্ছেদ ও অবৈধ সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষি প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম তার পরিবারের পৈত্রিক সম্পত্তিতে থাকা ক্লাবটির অনৈতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্লাবটি উচ্ছেদের আহ্বান জানান।

কৃষি প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘২০১২ সালে আমাদের বাড়ির দ্বিতীয় তলা একটি অফিস হিসেবে ভাড়া দেওয়া হয়। পরবর্তীতে অফিসের কার্যক্রম বাদ দিয়ে সেখানে মাদক, জুয়া এবং অসামাজিক কার্যকলাপের আস্তানা গড়ে তোলা হয়। ২০১৪ সালে চুক্তির মেয়াদ শেষ হলেও ক্লাব কর্তৃপক্ষ জায়গা ছাড়তে অস্বীকৃতি জানায়। এমনকি আমাদের পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতনও চালায়। যার ফলে দেশ ত্যাগে বাধ্য হন আমার দুই ভাই।’

আনোয়ারুল ইসলামের অভিযোগ, ‘আমরা এলাকাবাসীসহ বহুবার প্রশাসনের কাছে অভিযোগ করেছি কিন্তু অভিযুক্তরা ক্ষমতাশালী হওয়ায় কোনো ফল পাইনি।’

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে ক্লাবটি বন্ধ হয়ে যায়। কিন্তু তাদের উচ্ছেদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাইনি। যার ফলে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসম্মুখে উচ্ছেদের দাবি তুলে ধরছি।’

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এমআই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা