কাওলায় দাঁড়িয়ে থাকা গাড়িচালককে পিষে দিল কাভার্ডভ্যান

ঢাকার বিমানবন্দর থানাধীন কাওলা স্টাফ কোয়ার্টার এলাকায় দাঁড়িয়ে থাকা এক গাড়িচালককে পিষে দিল দ্রুতগতির কাভার্ডভ্যান। হারালেন প্রাণ। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাড়িচালকের নাম মো. নুরুজ্জামান (৪০)। ঘটনার পর গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’
নিহতকে ঢামেকে নিয়ে আসা মো. জামাল হোসেন জানান, ‘নুরুজ্জামান সিভিল এভিয়েশনের চিফ (প্রকৌশলীর) গাড়িচালক ছিলেন। কাজলা স্টাফ কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জামাল হোসেন আরও জানান, ‘নিহত নুরুজ্জামানের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানার হাজিপাড়া গ্রামে। তার বাবার নাম ইসমাইল হোসেন। চাকরির সূত্রে কাওলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন নুরুজ্জামান।’
(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এজে)

মন্তব্য করুন