ছয় দিনের জন্য বন্ধ হলো হিলি বন্দর

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ১৫:৫৮
অ- অ+

সনাতন হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের জন্য বন্ধ হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি। তবে, চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বুধবার ( অক্টোবর) দুপুরে এসব তথ্য জানান হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান।

সভাপতি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে আগামি সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত টানা ছয় দিন বন্ধ থাকবে এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্ধ থাকবে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। আগামী ১৫ অক্টোবর থেকে আবার আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামাল জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা