মিরপুর ডিওএইচএসে পুলিশের অভিযান, সাড়ে ৫৭ লাখ টাকাসহ ৬ ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ২৩:০৯
রাজধানীর মিরপুর ডিওএইচএসে অভিযান চালিয়ে ৫৭ লাখ ৫০ হাজার টাকাসহ ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতভর মিরপুরের ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির এ টাকাগুলো উদ্ধার করা হয়। একইসঙ্গে ডাকাত দলের ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মাধ্যমে বিস্তারিত জানাবেন মিরপুর বিভাগের ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাকছুদের রহমান।
(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এলএম/এমআর)