জুড়ীতে মোটরসাইকেলের শোডাউন দিলেন বিএনপি নেতা মিঠু

মৌলভীবাজারের জুড়ীতে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন দিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দীন আহমেদ মিঠু।
গত শনিবার উপজেলার বিভিন্ন চা বাগানে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মিঠুর সমালোচনা করে জুড়ী উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মামুন বলেন, “তিনি তো তারেক রহমানের নির্দেশনা মানেন না। ছাত্রজনতার বিপ্লবে আওয়ামী লীগের পতনের পর বিএনপির হাইকমান্ড থেকে কোনো ধরনের শোভাযাত্রা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে নাসির উদ্দীন আহমেদ মিঠু দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন। এছাড়া কয়েকদিন আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জুড়ীতে গিয়েছিলেন। তখনো তিনি মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন দিয়েছিলেন।”
এ বিষয়ে বিএনপি নেতা নাসির উদ্দীন আহমেদ মিঠু ঢাকা টাইমসকে বলেন, “এটি আসলে শোভাযাত্রা নয়। পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজামণ্ডপের নিরাপত্তার জন্য কয়েকটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে। এছাড়া এলাকাটি যেহেতু বর্ডার এলাকা তাই জেলা বিএনপির নির্দেশে আমরা সীমান্তবর্তী এলাকা পাহারা দিয়েছি।”
প্রসঙ্গত, বিগত ৮ সেপ্টেম্বর দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিল বিএনপি। যেখানে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের ‘শোডাউন’ পরিহার করার জন্য বলা হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, এতদ্দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধিনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/জেবি/এফএ)

মন্তব্য করুন