অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে: নিবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, ২২:৩৪
অ- অ+

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা বিদেশে পালিয়ে গেলেও সেখানে বসে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটা দেশবাসীর চাওয়া।

মঙ্গলমার ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির ৬ষ্ঠ দিনে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর অন্তর্গত শেরেবাংলা নগর থানার উদ্যোগে গ্রীন সুপার মার্কেটের সামনে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিরব বলেন, স্বৈরাচার হাসিনার আমলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে যেসব কীটনাশক ব্যবহার করা হয়েছে, তা ছিল অতি নিম্নমানের।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সামর্থ্য অনুযায়ী আমরা ডেঙ্গু প্রতিরোধে শুরু থেকে কাজ করে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত জনসচেতনতায় লিফলেট বিতরণ, রক্তদান কর্মসূচি ও সেবামূলক সকল কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে।

৫ আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো সক্রিয়ভাবে প্রশাসনে ও আদালতের চেয়ারে বসে আছেন। ড. ইউনূস আড়াই মাস রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তারেক রহমানসহ বিগত ১৭ বছরের বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে গড়িমসি করেছে।

এসময় শেরেবাংলা নগর থানা ছাত্রদল সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী, আবু সুফিয়ান দুলাল, বিএনপি নেতা সালামত খাঁন সজিব, হুমায়ূন কবির, শাহজালাল সিকদার, মনজুরুল করিম তমাল, যুব নেতা আতিকুর রহমান অপু, মনিরুজ্জামান মনির, মশিউর রহমান সোহান, ছাত্রনেতা ছাকিব হোসেন সম্রাট, মহসিন শেখ, সাগর, তরুণ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২২অক্টোবর/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা