শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, ২৩:০২
অ- অ+

জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন দাবিতে রাজপথে বিক্ষোভকারীদের কর্মসূচি শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশ্ব ইজতেমার নিরাপত্তা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানসহ বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করা, অপরাধী ও অপরাধীদের গ্রেপ্তারের প্রচেষ্টা জোরদার করা, অপরাধীদের রাজনৈতিক পরিচয় এবং বিক্ষোভে উসকানি দাতাদের পরিচয় উন্মোচন করাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

যারা বিভিন্ন দাবি নিয়ে রাজপথে বিক্ষোভ করছেন, তাদের দাবিগুলো রাজপথে সমাবেশ না করে সরকারের সংশ্লিষ্ট কমিটি বা কমিশনের কাছে তুলে ধরতে বলা হয়েছে। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের মূল কাজ সম্পর্কে জনগণকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

জামিনে মুক্ত হওয়া কোনো শীর্ষ সন্ত্রাসী পুনরায় কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা