মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে খুন, ছিনতাই, মারধর, সুপারশপে ডাকাতিসহ নানা ধরনের অপরাধে সৃষ্ট আতঙ্কের মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শনিবার এই ৪৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলম (৩২) বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির মামলায় প্রধান আসামি।
র্যাব কর্মকর্তা শিহাব জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সরাসরি ছিনতাই জড়িত রয়েছেন এমন আসামি ৩ জন, দোকান ডাকাতির ঘটনায় ২ জন রয়েছেন। এছাড়া বাকি ৪০ জনকে সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন সিদ্দিকুর রহমান নবীনগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি।
এদিকে মোহাম্মদপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ৭২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনতে আল্টিমেটাম দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা।
শনিবার বিকালে মোহাম্মদপুর থানার সামনে অবস্থান কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেন তারা। পরে তারা থানার ওসির কাছে পাঁচ দফা লিখিত দাবি পেশ করেন।
এসময় থানা পুলিশের পক্ষ থেকে এলাকায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়।(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএম/ডিএম)

মন্তব্য করুন