আয়কর নিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা, দেশবাসীর উদ্দেশে যা বললেন নোবেল বিজয়ী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ১১:৩৯| আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩৭
অ- অ+

ক্রমে সব ধরনের কর অনলাইনে সংগ্রহ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার আয়কর প্রদান সংক্রান্ত এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেন, “আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানান ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আরও পড়ুন>> আয়কর মেলা এবারও হচ্ছে না, তবে সেবায় লাগাম নয়, থাকছে বিকল্প

তিনি বলেন, “ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সব তফশিলি ব্যাংক মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীর জন্য এইভাবে আয়কর রিটার্ন দেওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে।”

দেশের বাকি সবাইকে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “কোন প্রতিষ্ঠান কত বেশি আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায় শহরে শহরে প্রতিযোগিতা হোক। আপনার আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন আয়কর জমা দিতে হয়।”

প্রধান উপদেষ্টা তরুণ-তরুণীদের অনুরোধ করেন এ ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য। বলেন, “ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকে শুরু হতে পারে।”

ড. ইউনূস আরো বলেন, “ক্রমে ক্রমে সব ধরনের কর অনলাইনে সংগ্রহ করার প্রস্তুতি আমরা গ্রহণ করছি।”

‘এখন থেকে সবার জন্য আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক’ এই কামনাও করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতিবছর করমেলার আয়োজন করে আসছে এনবিআর। তবে করোনা-পরবর্তী সময়ে ২০২০ সাল থেকে আর মেলা হয়নি। তবে মেলার পরিবর্তে কর কার্যালয়ে রিটার্ন দেওয়ার সুবিধা দিতে নভেম্বর মাসজুড়ে সেবা মাস পালন করা হবে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ বছরেও সংস্কার হয়নি মুন্সিরহাট-উভারামপুর সড়ক
আদালতে পলকের কান্না, মৃত্যু সংবাদ শুনেই ভেঙে পড়েন সাবেক প্রতিমন্ত্রী
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরান ৫ দিনের রিমান্ডে
সিরিজ হারের পর ব্যর্থতা স্বীকার করে যা বললেন মিরাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা