আয়কর মেলা এবারও হচ্ছে না, তবে সেবায় লাগাম নয়, থাকছে বিকল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:১২| আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১১:০৪
অ- অ+

এবারও আয়কর মেলা না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দিতে বেশি উৎসাহ দিচ্ছে এনবিআর। তবে সব কর অঞ্চলে সেবাকেন্দ্র চালু করা হবে।

এনবিআরের একটি সূত্র জানিয়েছে, প্রত্যেক কর কার্যালয়ে নভেম্বর মাসজুড়ে সেবা মাস পালন করা হবে। এ ছাড়া সচিবালয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কর কর্মকর্তারা সহায়তা দিতে যাবেন বলেও জানা গেছে। সহায়তা দিতে নিয়োগ দেওয়া হতে পারে স্বেচ্ছাসেবী।

জানা গেছে, সব কর অঞ্চলে এবার করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হবে। সেখানে রিটার্ন জমা দেওয়া যাবে। একইসঙ্গে রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে সেবাকেন্দ্রে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্রও পাবেন করদাতারা।

২০১০ সাল থেকে প্রতিবছর কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। তবে করোনাপরবর্তী সময়ে ২০২০ সাল থেকে আর মেলা হয়নি।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলিছি, আমরা লজ্জিত: জামায়াত আমির
গাজায় খাবারের অভাবে মানুষের জীবন হুমকির মুখে, ডব্লিউএফপি’র সতর্কবার্তা
এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারী সংস্থা
ফিরে দেখা ১২ জুলাই: ছুটির দিনের বিকালে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা