২ আগস্ট স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন এএসপি রানা
চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন পুলিশের সহকারী পুলিশ সুপার জন রানা। গত ২ আগস্ট তিনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে পুলিশ সদরদপ্তরে চিঠি দেন।
জন রানার আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে চাকরি থেকে অব্যাহতিও দিয়েছে।
তবে এই কর্মকর্তাকে পলাতক দেখিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
রাজশাহীর ছেলে জন রানা ২০১৮ সালে পুলিশের চাকরি শুরু করেন।তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ তিনি সিরাজগঞ্জের বেলকুচি সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এসএস/এজে)
মন্তব্য করুন