যুক্তরাষ্ট্রের নির্বাচন
১৯৫ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে ট্রাম্প, কমলা ৯১
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে আসতে শুরু করেছে ফলাফল। সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৯৫টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিস পেয়েছেন ৯১টি ইলেকটোরাল কলেজ ভোট।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এবং ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস ম্যাসাচুসেটসে জয়ী হয়েছেন বলে সবশেষ আপডেটে জানা গেছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্য থেকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন যে প্রার্থী তিনি নির্বাচিত বলে গণ্য হবেন।
(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এফএ)
মন্তব্য করুন