আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ আটক ৩

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ২১:১১
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ভারতীয় এক নাগরিকসহ তিনজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার কাছ থেকে চার কেজি গাজা ১৩৮টি ভারতীয় থ্রি-পিস জব্ধ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা দক্ষিণ রামনগর গ্রামের বাসিন্দা রাজিব মিয়া, বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের রোকসানা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের জামাল মিয়ার ছেলে শাহীন (২৩)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রাম থেকে রাজিব মিয়া রোকসানাকে আটক করে পুলিশ। এ সময় তাদের ট্রলি ব্যাগ কাপড়ের ব্যাগ থেকে ১৩৮টি ভারতীয় থ্রি পিস জব্ধ করা হয়। পরে তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর একটি অভিযানে এসআই মো. ওয়াসিম বিল্লাহ আখাউড়া উত্তর ইউনিয়নের খালাজোড়া- আনোয়ারপুর সড়ক থেকে চার কেজি গাঁজাসহ শাহিন মিয়াকে আটক করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, রোকসানার সহায়তায় বৈধ পাসপোর্ট নিয়ে ভারত থেকে আখাউায় আসেন ভারতীয় নাগরিক রাবি মিয়া। তারা শুল্ক রশিদবিহীন কাপড় নিয়ে আসেন। আসামি বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা