রাসিকের সাবেক মেয়র লিটনের সচিবসহ গ্রেপ্তার ৭

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ২০:০১
অ- অ+

রাজশাহী সিটি করপোরেশনে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামানের ব্যক্তিগত সচিব বিপুল কুমার সরকারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রবিবার ভোরে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মোহাম্মদ সাফিন মাহমুদ।

আটককৃতদের মধ্যে বিপুলকে মহানগরীর রানিনগর পানির ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃত বিপুলকে রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দিলেও নিয়ম বহি:ভুতভাবে তাকে মেয়রের ব্যক্তিগত সচিবের দায়িত্ব দেয়া হয়। এই দায়িত্বে থেকে বিপুল মেয়রের অবৈধ অর্থ লেনদেনের দায়িত্ব পালন করে এসেছেন।

অভিযোগ রয়েছে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন ঠেকাতে বিভিন্ন ব্যক্তি-গোষ্ঠী ও সংস্থার সাথে অর্থ লেনদেনের দায়িত্বও পালন করেছেন তিনি।

গত ৫ আগস্ট রাজশাহী নগর ভবনে নথি গায়েব করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে আগুন দেয়াসহ বিপুল পরিমান নগদ অর্থ সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তাতদের অন্য আসামিরা হলেন, রাসিকের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম পঁচা, ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, আওয়ামী কর্মী মহানগরীর কেদুর মোড় এলাকার সাব্বির হোসেন, হেতেম খাঁ সাহাজি পাড়া এলাকার তানজিব ইসলাম সোহান, বাজে কাজলা এলাকার মোহাম্মদ এনামুল ও মোহাম্মদ সজিব।

এদিন বিকালে আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

(ঢাকা টাইমস/১০নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা