টাঙ্গাইলে এক মাস ধরে এতিমখানার ছাত্র নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৮:১৯
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস ধরে রাহাত আহম্মেদ সিয়াম (১৩) নামে এতিমখানার এক ছাত্র নিখোঁজ রয়েছে। সিয়ামকে খুঁজে না পেয়ে চরম হতাশায় ভুগছেন এতিমখানার শিক্ষক ও তার পরিবারের লোকজন। সিয়াম ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের শাহজাহান দারুস সূন্নাহ এতিমখানা ও ভূঞাপুর ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। মাদরাসা সূত্র জানা যায়, সিয়াম বাড়িতে যাওয়ার কথা বলে গত ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছুটি নেয়। ছুটি শেষে মাদরাসায় ফিরে না আসায় শিক্ষকরা তার বাড়িতে খোঁজ খবর নিয়ে জানতে পারে সে বাড়িতে যায়নি। পরে শিক্ষক ও পরিবারের লোকজন তার বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান না পেয়ে তার কয়েক দিন পর মাদরাসার সুপার মাওলানা মো. জাহিদুল ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এতিমখানার সুপার মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সিয়াম নিখোঁজের এক মাস পার হয়েছে। আজও সে ফিরে আসেনি। আমরা অনেক খোঁজা-খুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। সম্প্রতি আমি নিজে বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা তার সন্ধান চাই। এ জন্য সকলের সহযোগিতা চাচ্ছি এবং কেউ সিয়ামের সন্ধান পেলে ০১৭২৪-৫৭২৪২৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।’

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, ‘সিয়াম নামে ছেলেটি নিখোঁজ হয়েছে সে এরআগেও দুইবার নিখোঁজ হয়েছিল। পরে তাকে কক্সবাজার ও জামালপুর থেকে মাদরাসা কর্তৃপক্ষ খুঁজে পায়। সম্প্রতি ছেলেটি বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নেয়। পরে ছুটি শেষে মাদরাসাতে না ফিরে আসায় নিখোঁজ হওয়ার ব্যাপারে মাদসার সুপার একটি অভিযোগ দিয়েছেন। আমরা তার সন্ধানের জন্য কার্যক্রম চালাচ্ছি।’

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা