মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী খুন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:২৯
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে তানিয়া আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

নিহত তানিয়া আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. ফাহাদ হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে তানিয়া, মেয়ে তাবাসসুম, শাশুড়ি ও ননদ একই রুমে ঘুমাতে যান। রাতে তানিয়ার স্বামী মোবাইলে একাধিকবার কল দিলে রিসিভ না করায় ফাহাদ তার বোন বিথীর মোবাইলে কল করে। পরে বিথী তার ভাবিকে বিছানায় না পেয়ে বাড়ির অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ঘরের পেছনের টয়লেটে রক্তাক্ত নিথর দেহ দেখতে পান।

তানিয়ার শাশুড়ি সুরেজা বেগম জানান, তার ছেলের বউয়ের সাথে একই গ্রামের রনি নামের এক যুবকের পরকীয়া প্রেম চলছিল। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিল। আমার ধারণা পরকীয়া প্রেমের জেরেই রনি তানিয়াকে হত্যা করেছে।

তানিয়ার বাবা আবুল হোসেন বলেন, ‘মেয়ের পছন্দেই ৫ বছর আগে ফাহাদের সাথে বিয়ে দেয়া হয়। যারাই আমার মেয়েকে হত্যা করুক না কেন তার বিচার চাই।’

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, নিহতের গলায় ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে ও মুখে সামান্য রক্ত পড়তে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা