বিগত সরকার দেশের মালিক বনে লুটপাট করেছে: ডা. শফিকুর
বিগত সরকার দেশের উন্নয়নের কথা বলে নিজেরা দেশের মালিক বনে গিয়ে লুটপাট ও দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১ ডিসেম্বর) দুপুরে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে পথসভায় এ কথা বলেন তিনি। নড়াইল জেলা জামায়াতে ইসলামী পথসভাটি আয়োজন করে।
জামায়াতের আমির বলেন, ‘ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই।’ জামায়াত এদেশে ইনসাফ কায়েম করতে চায় বলে জানান তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিনশেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতাকর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি। আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।’
পথসভায় আর উপস্থিত ছিলেন-নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নড়াইলের লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায়ও বক্তৃতা করেন ডা. শফিকুর রহমান। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/মোআ)
মন্তব্য করুন