মাদারীপুরে সিমেন্টভর্তি ট্রাকের চাপায় নারীর মৃত্যু
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুরে সিমেন্টভর্তি ট্রাকের চাপায় লাইলি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজৈর-ইশিবপুর আঞ্চলিক সড়কের ইশিবপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিমেন্টভর্তি একটি ট্রাক রাজৈর থেকে শ্রীনদী যাচ্ছিল। ট্রাকটি ইশিবপুর ব্রিজের ওপর উঠলে গাড়িটি পেছনে সরে আসে। এসময় পেছনে থাকা শ্রীনদীগামী একটি ইজিবাইককে চাপা দেয়। ফলে ইজিবাইকে থাকা যাত্রী লাইজু বেগম ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন